‘বড় বড় সেতুতে অনলাইনে টোল আদায় করা হবে’

দুর্নীতি বন্ধে এখন থেকে দেশের বড় বড় সেতুতে অনলাইনে টোল আদায় করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার বিকেলে সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে মন্ত্রী বলেন, অনলাইনে টোল আদায় করার ফলে ময়নামতি সেতুতে কয়েক লাখ টাকা টোল আদায় বেড়ে গেছে।

দেশের বিভিন্ন সড়কের অবস্থা জানাতে গিয়ে মন্ত্রী বলেন, জনগণকে চৌকস কথা বলে এখন আর মন গলানো যাবে না। তারা কাজের অগ্রগতি দেখতে চায়।