
ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকার জোট ব্রিকসে যোগ দিতে চায় প্রায় ২০টি দেশ। রাশিয়ার ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী সার্গেই রিয়াবকভ সম্প্রতি বার্তা সংস্থা তাসকে এ তথ্য জানান।
ব্রিকসের সদস্যপদ পেতে চাওয়া দেশের সংখ্যা বাড়ছে উল্লেখ করে সার্গেই রিয়াবকভ বলেন, ব্রিকসে যোগ দিতে ইচ্ছুক রাষ্ট্রের সংখ্যা ক্রমাগত বাড়ছে। আর এই সংখ্যাটা বিশের কাছাকাছি। এর মানে ব্রিকস বিস্তৃত হচ্ছে। সংগঠন হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে এর ভূমিকা উল্লেখযোগ্যভাবে বাড়ছে।
রিয়াবকভ বলেন, ব্রিকস এমন কিছু দেশের গ্রুপ যারা নেতা অনুসারী নীতিতে চলে না। বরং এর অংশীদাররা ঐকমত্যের ভিত্তিতে একটি গঠনমূলক এজেন্ডা তৈরি করে।
তিনি বলেন, ব্রিকসে যোগ দেয়ার মানদণ্ড কি হতে পারে তা নিয়ে আলোচনা চলছে। দক্ষিণ আফ্রিকা এই কাজটি জোরদার করেছে।