ব্রাসেলসে পুলিশের সাঁড়াশি অভিযানে আটক ১৬

এটিএন বাংলা ডেস্ক: সন্ত্রাসী হামলার আশঙ্কায় বেলজিয়ামের ব্রাসেলসে সন্ত্রাসবিরোধী সাঁড়াশি অভিযানে এ পর্যন্ত ১৬ জনকে আটক করেছে দেশটির পুলিশ।

বিশ্বের বিভিন্ন গণমাধ্যম জানায়, মূলত প্যারিসে সন্ত্রাসী হামলার প্রধান সন্দেহভাজন সালাহ আবদেসালাম ও তার সহযোগীদের ধরতে সাঁড়াশি অভিযান চালাচ্ছে বেলজিয়াম।

শুক্রবার রাতের প্যারিস হামলাকারী সন্ত্রাসীদের মধ্যে কয়েকজনের বাড়ি বেলজিয়ামে। ওই ঘটনার প্রধান সন্দেহভাজন পলাতক সালাহ আবদেসালাম এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছেন।

রাজধানী ব্রাসেলস ও অন্য একটি শহরে গতকাল রোববার মোট ২২টি অভিযান চালানো হয়। অভিযানকালে একটি গাড়ি লক্ষ্য করে গুলি ছোঁড়ে পুলিশ। এতে এক সন্দেহভাজন আহত হন। পরে তাকে গ্রেপ্তার করা হয়।

ব্রাসেলসে এখনও সর্বোচ্চ নিরাপত্তা সতর্কতা জারি রয়েছে। এর আওতায় ব্রাসেলসের শিক্ষাপ্রতিষ্ঠান, মেট্রোরেল ও বিভিন্ন বিপনি বিতান বন্ধ রয়েছে।