
অনলাইন ডেস্ক:
বান্দরবানে বৌদ্ধ ভিক্ষু হত্যার অভিযোগে আটক ৩ জনকে ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার দুপুরে মো. জিয়া, আবদুর রহিম ও হ্লামং চাককে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এদিকে, এ হত্যার ঘটনায় বৌদ্ধ ভিক্ষু ও ক্ষুদ্র জাতিগোষ্ঠি চাক সম্প্রদায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
গত বৃহস্পতিবার রাতে চাকপাড়ার নতুন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ মংশৈউ চাক প্রকাশ উ গাইন্দা ভান্তেকে কুপিয়ে হত্যা করা হয়।