
রাজধানীর পুরান ঢাকার হোসনী দালানে তাজিয়া মিছিলের প্রস্তুতিকালে বোমা হামলার ঘটনায় সন্ত্রাস দমন আইনে মামলা করেছে পুলিশ।
চকবাজার থানার এস আই জালাল উদ্দিন বাদী হয়ে এই মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা বেশ কয়েকজনকে আসামি করা হয়েছে।
এদিকে, ঘটনাস্থল পরিদর্শন করেছে র্যাব ও ডিবির একটি দল। তাজিয়া মিছিলের প্রস্তুতির সময় ভেতর কবরস্থান থেকেই বোমা হামলা হয়েছে বলে মনে করছে তারা।
র্যাব-১০-এর অধিনায়ক জাহাঙ্গীর হোসেন মাতব্বরের নেতৃত্বে র্যাবের দলটি হোসনি দালান এলাকা পরিদর্শনে যায়। দলের সদস্যরা সেখানে হোসনি দালান সংলগ্ন কবরস্থানসহ পুরো এলাকা ঘুরে দেখেন। ঘটনাস্থলের প্রবেশ পথের ফটক থেকে ৪টি হাতে বানানো গ্রেনেডের পিন উদ্ধার করা হয়।