
নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে ধর্ষণ চেষ্টার ঘটনায় প্রধান আসামি বাদলকে ঢাকা এবং দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ারকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করেছে র্যাব। এর আগে, নোয়াখালীতে এই মামলার দুই আসামিকে গ্রেফতার করে পুলিশ। এদিকে, ওই গৃহবধূকে নিজ ঘরে বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের ঘটনায় এলাকায় তোলপাড় চলছে। ভুক্তভোগীর পরিবার জানায়, ওই গৃহবধূর সাথে তাঁর স্বামীর সম্পর্ক ভালো না হওয়ায় দীর্ঘদিন ধরে বাবার বাড়িতে ছিলেন তিনি। কিন্তু গত ২ সেপ্টেম্বর তিনি স্বামীর বাড়িতে গেলে তাদের স্বামী-স্ত্রীর সম্পর্ক অবৈধ আখ্যা দিয়ে স্থানীয় একদল সন্ত্রাসী তাঁর স্বামীকে মারধরের পর ওই গৃহবধূর ওপর ব্যাপক নির্যাতন চালান। এক পর্যায়ে তাঁকে বিবস্ত্র করে ধর্ষণের চেষ্টা চালিয়ে মোবাইল ফোনে ভিডিও ধারণ করা হয়। দীর্ঘ এক মাস পর ভিডিওটি ভাইরাল হয়। তবে হামলাকারীরা প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে মুখ খুলছেন না কেউ। এ ঘটনায় রোববার রাতে নয়জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন ওই গৃহবধূ। নির্যাতিতার পরিবারকে আইনি সহযোগিতা দিতে পুলিশের পাঁচটি ইউনিট কাজ করছে বলে জানিয়েছেন নোয়াখালীর পুলিশ সুপার আলমগীর হোসেন।