
বৃষ্টিতে প্রায় পৌনে এক ঘণ্টা খেলা বন্ধ থাকার পর ৪:১০ মিনিট থেকে শুরু হয়েছে বাংলাদেশ-আফগানিস্তান প্রথম ওয়ানডে। খেলা হবে পুরো ৫০ ওভারেরই। কোনো ওভার কাটা যায়নি।
১৫.১ ওভারে বাংলাদেশ ৩ উইকেটে ৮৪ রান নিয়ে বাংলাদেশের ব্যাটিং আবার শুরু করেন তৌহিদ হৃদয় ও সাকিব আল হাসান। এর আগে তামিম ইকবাল, লিটন দাস ও নাজমুল হোসেন শান্ত আউট হন।