বীরের বেশে দেশে ফিরলেন মুস্তাফিজ

নিজস্ব প্রতিবেদক :

আইপিএল মিশন শেষ করে  উদীয়মান ক্রিকেটারের খেতাব নিয়ে দেশে ফিরেছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। সোমবার রাতে ঢাকায় এসে জানালেন প্রথমবারের মতো আইপিএল খেলার অভিজ্ঞতা আগামীতে কাজে লাগাতে চান।

দেশের বাইরে জীবনের প্রথম পরীক্ষাই ব্যাপকভাবে প্রশংসা কুড়ালেন সাতক্ষীরার মুম্তাফিজুর রহমান। নিজের দল সানরাইজার্স হায়দ্রাবাদকে চ্যাম্পিয়ন করার পেছনে অবদানতো রেখেছেনই-পাশাপাশি পরিচিতি লাভ করেছেন দ্য ফিজ হিসেবে। আর খেলার এই অভিজ্ঞতাকে আগামীতে কাজে লাগাতে চান বলে জানান এই পেসার।

এদিকে আইপিএল-এর শুরু থেকেই সবার নজর কেড়ে নিয়েছিলেন মুস্তাফিজুর রহমান। তবে প্লে অফের আগে হ্যামস্ট্রিংয়ে চোট দলের কপালে সাময়িক ভাঁজ ফেললেও ফাইনালে নেমেছিলেন স্বমহিমায়। পুরো টুর্নামেন্টে ১৭ ম্যাচে ৪৫৮ রান দিয়ে ১৮ উইকেট লিখে নিয়েছেন নিজের নামের পাশে। আর অন্যান্য ক্রিকেটারদের কাছে একদিকে যেমন শিখেছেন। আবারও শিখিয়েছেনও তাদেরকে।

সারা দুনিয়ায় বাংলাদেশ নামকে জাগ্রত করে দেশে ফিরেছেন মুম্তাফিজ। তাইতো তাকে সংবর্ধনা দিতে হাজির হন অনেকেই। আর সবার একটাই প্রত্যাশা এই পারফরম্যান্স আগামীতেও যেন ধরে রাখতে পারেন দ্যা ফিজ।