বিশ্ব প্রতিবন্ধী দিবসের বিশেষ অনুষ্ঠান ‘শুধুই ওদের জন্য’

এটিএন বাংলা ডেস্ক:
গতকাল ছিল আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস। এ উপলক্ষে এটিএন বাংলায় প্রচার হবে বিশ্ব প্রতিবন্ধী দিবসের বিশেষ সঙ্গীতানুষ্ঠান ‘শুধুই ওদের জন্য’। মায়েশা’র উপস্থাপনায় অনুষ্ঠানটি পরিচালনা করেছেন কাজলী আহমেদ। বাংলাদেশের আনাচে কানাচে চড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য প্রতিভাবান প্রতিবন্ধী। এমনি কয়েকজনকে নিয়ে নির্মিত হয়েছে অনুষ্ঠানটি।

অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেছেন কুষ্টিয়ার সুজন রহমান, বগুড়ার ডালাস, গোড়াদহের আব্দুর রহমান, নওগার যুবায়ের এবং ঢাকার শাম্মী ও সোহানা। সবকটি গানের কথা লিখেছেন কাজলী আহমেদ। ঢাকা ও এর আশেপাশের লোকেশনে চিত্রায়িত এ অনুষ্ঠানে প্রতিবন্ধী শিল্পীরা গান গাওয়ার পাশাপাশি উপস্থাপিকার সঙ্গে আলাপচারিতায় অংশ নিয়েছেন।

সঙ্গীতানুষ্ঠান ‘শুধুই ওদের জন্য’ প্রচার হবে আজ (৪ ডিসেম্বর) সকাল ১১.১০ মিনিটে এটিএন বাংলায়।