‘বিশ্ব অর্থনীতিতে বাংলাদেশ এখন বড় খেলোয়াড়’

নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশের অর্থনীতির ভূয়সী প্রশংসা করলেন বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ কৌসিক বসু। বললেন, বিশ্ব অর্থনীতিতে বাংলাদেশ এখন বড় খেলোয়াড়।

রোববার বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ ব্যাংক আয়োজিত লোক বক্তৃতায় এসব কথা বলেন বিশ্বব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কৌসিক বসু।

পরামর্শ দিলেন, পলিসি ডিজাইন হওয়া উচিত গরীবের প্রয়োজনমাফিক।প্রায় চল্লিশ মিনিটের বক্তব্যে বেশিরভাগ ছিল বাংলাদেশের অর্থনীতি প্রশংসা আর সম্ভাবনার বর্ণনা।

২২ বছরে বাংলাদেশের অর্থনীতি কতটা এগুলো মাথাপিছু আয়, রিজার্ভ, দারিদ্র কমানোসহ নানা সুচকে, তিনি তুলে ধরলেন বাংলাদেশের অর্থনীতির অগ্রগতির কথা ।আগামী তিন বছরে মোট দেশজ উৎপাদন বা জিডিপি প্রবৃদ্ধি ৮শতাংশে উন্নীত হবার আশাবাদও ছিল তার বক্তব্যে।