বিশেষ সঙ্গীতানুষ্ঠান ‘হৃদয় ছুঁয়ে যায়’

এটিএন বাংলা ডেস্ক:

৮ দিনব্যাপী ঈদের বিশেষ অনুষ্ঠানমালায় এটিএন বাংলায় ঈদের পঞ্চমদিন, রাত ১০টা ৪০মিনিটে প্রচার হবে ড. মাহফুজুর রহমানের গাওয়া টেলিফিল্মের গান নিয়ে বিশেষ সঙ্গীতানুষ্ঠান ‘হৃদয় ছুঁয়ে যায়’। বিভিন্ন টেলিফিল্মে গাওয়া ১২টি গান নিয়ে সাজানো হয়েছে এ অনুষ্ঠান। অনুষ্ঠানের গানগুলো হলো একবার বলি বারবার বলি, কেন বারেবারে, এই জীবনের অর্থ কি, তোমাকে দেখেই মন ভাল, যতদিন যাচ্ছে, হয়তো তোমারই জন্য, এই তুমি কি ভাবছো, এক ফোটা রোদ্দুর, তোমার চোখে, মন আমার, ও জীবন রে এবং ওই হৃদয় ছুঁয়ে যায়। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন ছোট ও বড় পর্দার জনপ্রিয় অভিনেত্রী অহনা। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মুকাদ্দেম বাবু।