
এটিএন বাংলা ডেস্ক:
ইয়ে রাতে ইয়ে মাওসাম, নাদীকা কিনারা চাঞ্চাল হাওয়া’ কিংবদন্তী শিল্পী কিশোর কুমার ও আশা ভোসলের জনপ্রিয় গান। সনম পুরী ও তার ভিন্নরকম ভারতীয় ব্যান্ড ‘সনম’ এরকম পুরাতন গানগুলোকে আবার নতুন করে গেয়ে বর্তমান সময়ের তরুণদের কাছে জনপ্রিয় করে তুলছেন। তবে নতুন গানও তারা গেয়ে থাকেন। এ ব্যান্ডের সব গানই ইউটিউবের হিট লিস্টে রয়েছে। সনম-এর অভিনব, আবেগী গায়কী ঢং ভারতীয় সঙ্গীত অনুরাগীদের কাছে ইতিমধ্যেই ব্যাপক পরিচিতি পেয়েছে। ২০১১ সালে সনম ও সমর পুরী, ভেঙ্কট সুব্রহ্মণ্যম এবং কেশব ধনরাজ মিলে ব্যান্ড দলটি তৈরী করেন।
ভোকাল তিনি নিজে, ভাই সামার পুরী গিটার বাজান। ভেঙ্কট এস বেস গিটার বাজান। কেশভ ধনরাজ বাজান কাজুন। এই চারজনকে নিয়েই তাদের দল সানাম। ২০১১ সালে তাঁরা এসকিউএস সুপারস্টার্স নামক একটি অ্যালবাম বাজারে মুক্তি দেন। ২০১২ সালে সমর সনম নামক দ্বিতীয় অ্যালবামটি মুক্তি দেন। ২০১৩ সালে সনম পুরী গোরি তেরে পেয়ার মে নামক বলিউড চলচ্চিত্রে বিশাল-শেখর দ্বারা সুরারোপিত ধ্যাত তেরি কি গানটি গেয়ে হিন্দি চলচ্চিত্রে সঙ্গীতজীবন শুরু করেন। গানটি ঐ বছর ২৬শে অক্টোবর মুক্তি লাভ করার পরেই প্রচণ্ড জনপ্রিয়তা লাভ করে। ভালোবাসা দিবস উপলক্ষে বসুন্ধরা কনভেনশন হলে অনুষ্ঠিত কনসার্টে অনুষ্ঠিত কনসার্টে পারফর্ম করে ব্যান্ডদল সনম। ধারণকৃত এই বিশেষ সঙ্গীতানুষ্ঠানটি প্রচার হবে ঈদের ৫ম দিন রাত ১০.৪৫ মিনিটে এটিএন বাংলায়। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন রুমানা আফরোজ ও মোশতাক হোসেন মাশুক।