বিশেষ সঙ্গীতানুষ্ঠান ‘রক্তিম স্বাধীনতা’

এটিএন বাংলা ডেস্ক:

১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস। মহান মুক্তিযুদ্ধের সময় বীর মুক্তিযোদ্ধা এবং সাধারন জনগনের মনে, সাহস ও অনুপ্রেরণা যোগানোর ক্ষেত্রে সঙ্গীত শিল্পীরাও অপরিসীম ভূমিকা পালন করেছে। এমন কিছু গান তারা সে সময়ে পরিবেশন করেছিলেন যা আজও অমর হয়ে আছে। এমনি কিছু গান নিয়ে মহান বিজয় দিবস উপলক্ষে এটিএন বাংলায় প্রচারিত হবে জনপ্রিয় কণ্ঠশিল্পীদের অংশগ্রহণে বিশেষ সঙ্গীতানুষ্ঠান ‘রক্তিম স্বাধীনতা’। বাপ্পা মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালনা করেছেন রুমানা আফরোজ ও নন্দিনী ইসলাম। অনুষ্ঠানটি প্রচারিত হবে ১৬ ডিসেম্বর ১১টায়।

অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী কনক চাপা, বাপ্পা মজুমদার, কণা, ইমরান এবং কোনাল। এটিএন বাংলার এফডিসি স্টুডিওতে ধারণকৃত এ অনুষ্ঠানে শিল্পীরা দেশাত্মবোধক গান পরিবেশন করেছেন। অনুষ্ঠানে কনক চাপা গেয়েছেন যে দেশেতে শহীদ মিনার ও এক সূর্য শিরোনামের গান। বাপ্পা গেয়েছেন নোঙর তোল তোল, কণা গেয়েছেন সুন্দর সূবর্ণ ও রাঙ্গামাটি, এবং ইমরান গেয়েছেন মাটির বুকে ও বাংলাদেশ শিরোনামের গান।