
এটিএন বাংলা ডেস্ক:
প্রচার- ঈদের তৃতীয় দিন থেকে সপ্তমদিন, দুপুর ২টা ৩০মিনিট
পরিচালনা- নাজমুস শাহাদাত নাজিম।
বাংলাদেশের জনপ্রিয়, তরুন ও উদীয়মান নতুন এই তিন ক্যাটাগরি শিল্পীদের অংশগ্রহনে নির্মিত সঙ্গীতানুষ্ঠান প্রচার হবে এটিএন বাংলার ঈদ উল আযহার বিশেষ অনুষ্ঠানমালায়। অনুষ্ঠানটির একেকটি পর্ব সাজানো হয়েছে এক এক ধরণের শিল্পীদের নিয়ে। অনুষ্ঠানে থাকবে বরেণ্য শিল্পীদের অংশগ্রহনে ২টি, জনপ্রিয় ব্যান্ড দলের অংশগ্রহনে একটি এবং তরুন ও উদীয়মান নতুন শিল্পীদের অংশগ্রহনে ২টি পর্ব। মিউজিক ভিডিও নির্ভর এর অনুষ্ঠানের চিত্রায়ণ করা হয়েছে আউটডোর এবং ইনডোর উভয় স্থানে। অনুষ্ঠানটিতে আইয়ুব বাচ্চু কন্ঠে রয়েছে ‘ছায়া শরীর’ গান, ফাহমিদা নবীর কন্ঠে ‘প্রয়োজনে’ তাহসান এর কন্ঠে ‘কে তুমি’, এফ এ সুমনের কন্ঠে ‘ তোর লাগিরে জীবন’, প্রিয়াংকা গোপ এর কন্ঠে ‘চাঁদ জানলা’, ইয়াত্রী ব্যান্ড (তপু) এর ‘কে তুমি’, ব্ল্যাক ব্যান্ড এর ‘আক্ষেপ’, আর্সেল ব্যান্ড এর ‘অবিমিশ্রিত’ সহ সোলস ব্যান্ড, হাসান চৌধুরী, ডি রক স্টার শুভ সহ অন্যান্য শিল্পীদের গান।
নতুন শিল্পীদের মধ্যে এহসান রাহী গাইবেন ‘এখানে দুজন’, ইসমাত ইভার ‘বরষা’, স্বপ্ন এর ‘তোমাকে চাই’ শোভন এর ‘যাবে কি একসাথে’ সহ মিতু কর্মকার ও লাইজুর কন্ঠে গান। ৫টি গান নিয়ে তৈরি হয়েছে এক একটি পর্ব। নাজমুছ সাহাদাত নাজিম এর পরিচালনায় বিশেষ সঙ্গীতানুষ্ঠান ‘ভিজুয়াল টিউন’ প্রচার হবে ঈদের তৃতীয় থেকে সপ্তমদিন, দুপুর ২টা ৩০মিনিটে এটিএন বাংলায়।