বিশেষ সঙ্গীতানুষ্ঠান ‘বিটস অব নগর বাউল’

এটিএন বাংলা ডেস্ক:

ফারুক মাহফুজ আনাম, যাকে সবাই চেনেন জেমস নামে, বাংলাদেশের অন্যতম জনপ্রিয় রক শিল্পী। তিনি তার ভক্তদের কাছে গুরু নামেও পরিচিত।আশির দশকে ‘ফিলিংস’ নিয়ে আবির্ভাব হলেও ‘নগর বাউল’ নামে সারা বাংলাদেশ জয় করেছেন। তিনি তার স্বতন্ত্র কন্ঠ্যের জন্য বাংলাদেশ এবং ভারতের মানুষের কাছে ব্যপক জনপ্রিয়।বাংলাদেশে তিনিই প্রথম সাইকিডেলিক রক শুরু করেন। কর্মজীবনের প্রথম দিকে তিনি জিম মরিসন, মার্ক নফলার এবং এরিক ক্লাপটনের মত সঙ্গীত শিল্পীদের দ্বারা অনুপ্রাণিত হয়েছেন।

‘জেমস’ বাংলাদেশের সীমানা ছাড়িয়ে অন্য দেশেরও একটি প্রিয় গায়ক রুপে পরিচিত হয়েছেন। ২০০৬ সালে ভারতের বিখ্যাত ও জনপ্রিয় প্রযোজক, পরিচালক মহেশ ভাট এর ‘গ্যাংস্টার’ ছবিতে ‘ভিগি ভিগি’ গান দিয়ে হয়েছেন ভারতের কোটি জনতার প্রিয় শিল্পী। এরপর একই প্রযোজকের ‘ওহ লামহে’ ‘মেট্রো’ ছবিতেও কণ্ঠ দিয়ে চমকে দিয়েছেন পুরো ভারতকে। সর্বশেষ ওয়ার্নিং সিনেমায় টাইটেল সং ‘বেভাসি’ ধারাবাহিকতা ঠিক রাখার সাথে নিজের জনপ্রিয়তাকেও উর্ধ্বমুখি করছেন। ভালোবাসা দিবস উপলক্ষে বসুন্ধরা কনভেনশন হলে অনুষ্ঠিত কনসার্টে অনুষ্ঠিত কনসার্টে পারফর্ম করে ব্যান্ডদল নগর বাউল। ধারণকৃত এই বিশেষ সঙ্গীতানুষ্ঠানটি প্রচার হবে ঈদের ৬ষ্ঠ দিন রাত ১০.৪৫ মিনিটে এটিএন বাংলায়। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন রুমানা আফরোজ ও মোশতাক হোসেন মাশুক। ঘর বানাইলা কি দিয়া, মন্নান মিঞার তিতাস মলম, মীরা বাঈ, বিজলী চলে যেও না, পাগলা হাওয়ার মতো শরীর কাঁপিয়ে দেয়া গানগুলো গেয়ে অনুষ্ঠানের দর্শকদের মুগ্ধ করেন শিল্পী।