বিশেষ রবীন্দ্র সঙ্গীতানুষ্ঠান ‘কী সুর বাজে আমার প্রাণে’

শিল্পী শ্রেয়া গুহ ঠাকুরতার পরিবেশনায়

রবীন্দ্র জয়ন্তীর বিশেষ অনুষ্ঠানমালায় ৮ মে রাত ১১টায় এটিএন বাংলায় প্রচার হবে শিল্পী শ্রেয়া গুহ ঠাকুরতার পরিবেশনায় বিশেষ সঙ্গীতানুষ্ঠান ‘কী সুর বাজে আমার প্রাণে’। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন শামীম আরা মুন্নী, পরিচালনা-সেলিম দৌলা খান। অনুষ্ঠানে রয়েছে মোট ১০টি গান।

ঐতিহ্য ও সাংস্কৃতিক চচায় গুহ-ঠাকুরতা পরিবারের রেওয়াজ বহুদিনের। দাদু শুভ গুহ ঠাকুরতা, জেঠু রণ গুহ ঠাকুরতা, মা রবীন্দ্র সংগীত শিল্পী শাশ্বতী গুহ ঠাকুরতা, বাবা বিশ্ব গুহ ঠাকুরতা কাজ করেছেন সত্যজিত রায়ের ছবিতে। শ্রেয়া গুহ ঠাকুরতার বেড়ে ওঠা এমনই এক বনেদি পরিবারে। অভিনয়, গান, সুর সঞ্চারে ঋদ্দ পরিবারের সুকন্য শ্রেয়া গুহ ঠাকুরতা। সারা বছরি রবীন্দ্রনাথের গানের মঞ্জরী সাজিয়ে শ্রেয়া গুহঠাকুরতা ঘুরে বেড়ান পৃথিবীজুড়ে। ইতোমধ্যে রবীন্দ্রনাথের গাওয়া গান নিয়ে তার ১৭টি সিডি প্রকাশ পেয়েছে। বাংলাদেশে ডেলভিসটা ও বেঙ্গল ফাউন্ডেশন থেকেও তার সিডি প্রকাশ পেয়েছে। রবীন্দ্রনাথের গানের বাণীর বিস্ময়তা তাকে নব নব জীবনবোধে সম্বৃদ্ধ করে। দীর্ঘ ১৪ বছর তিনি ওয়েষ্টার্ণ ক্লাসিক্যাল মিউজিকে পিয়ানো শিখেছেনে। নাচ শিখেছে। পিয়ানো তিনি নিয়মিত বাজালেও জীবনের পরম আরাধনা হিসেবে বেছে নিয়েছেন রবীন্দ্র সংগীত। এটিএন বাংলা স্টুডিওতে তারই গাওয়া ১০টি গান নিয়ে রবীন্দ্র জয়ন্তীর বিশেষ অনুষ্ঠান ‘কী সুর বাজে আমার প্রাণে’।