
নিজস্ব প্রতিবেদক :
১ জুলাই থেকে ঈদের ছুটি শুরু হলেও, ২, ৩ ও ৪ তারিখ কিছু এলাকায় বিশেষ ব্যবস্থায় ব্যাংক লেনদেন চালু থাকবে। এই দিনগুলোতে দেশের সব বাণিজ্যিক এলাকা এবং বড় বিপণী বিতানের কাছের ব্যাংক-শাখায় টাকা তোলা ও জমা দেওয়া যাবে। আর, ঈদের ছুটিতে বিকল্প ব্যবস্থায় প্রয়োজনীয় মুদ্রা সরবরাহ থাকবে বলে জানিয়েছেন ব্যাংক কর্মকর্তারা।
এবছর ১ থেকে ৯ তারিখ পর্যন্ত ঈদের ছুটি। মাঝখানের কর্মদিবসটি সরকারের নির্বাহী আদেশে বাতিল হলে ছুটি দীর্ঘ হয়। এই সময়ে অফিস ও ব্যাংক ছুটিতে থাকলেও, চলবে ব্যবসা বাণিজ্য। রাজধানীসহ দেশের অধিকাংশ জায়গায় সরগরম থাকবে ঈদবাজার। চাঁদ রাত পর্যন্ত চলবে বেচা কেনা। কাওরান বাজারসহ অধিকাংশ বাজারে চলবে ভোজ্য পণ্য পরিবহণ। তাই ছুটির সময়ে টাকার লেনদেন ও সংরক্ষণ নিয়ে শঙ্কায় পড়েছিলেন ব্যবসায়ীরা।
সেই শঙ্কা কাটাতে ২, ৩ ও ৪ তারিখ বিশেষ ব্যবস্থায় ব্যাংক লেনদেন চালু রাখার সিদ্ধান্ত দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বেসরকারি ব্যাংক কর্মকর্তারা আশ্বস্থ করেছেন সংশ্লিষ্টদের। বলছেন, মূল ব্যাংকিং এর বাইরে বিকল্প চ্যানেলগুলো আরও জোরদার করা হবে। ছুটিতে পর্যাপ্ত টাকার ব্যবস্থা থাকবে এটিএম বুথেও ।