বিশেষ নাটক ‘সোনার কাঠি রুপার কাঠি’

এটিএন বাংলা ডেস্ক:

এটিএন বাংলায় ঈদের আগের দিন রাত ৮.৫০ মিনিটে প্রচারিত হবে বিশেষ নাটক ‘সোনার কাঠি রুপার কাঠি’। লিটু সাখাওয়াতের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সকাল আহমেদ। অভিনয়ে আনিসুর রহমান মিলন, নাদিয়া, আসমত, মুনিয়া, রাখী প্রমুখ।

গত সাতদিন ধরে লিনার ঘুম আসছেনা কিছুতেই। ঘুমের ওষুধ খেয়েও কাজ হচ্ছেনা। লিনা যতটা না যন্ত্রণায় আছে তার চেয়ে বেশী যন্ত্রণায় আছে তার স্বামী হাবিব। লিনার কারণে হাবিবও ঘুমাতে পারছেনা। না ঘুমানোর কারণে লিনার মেজাজ হয়ে গেছে খিটখিটে। কোন কথাই তার সাথে ঠিক মত বলা যাচ্ছেনা। রান্না-বান্নার ঠিক-ঠিকানা নেই। মোদ্দা কথা বাসাটা হয়ে গেছে একটা নরক। হাবিব লিনাকে নিয়ে ডাক্তারের যায়। ডাক্তার নানা পরীক্ষা-নিরীক্ষা করলেন। কোন সমস্যা ধরা পড়লোনা। ডাক্তার পরিবর্তন, এমনকি ভেষজ চিকিৎসাতেও কোন কাজ না হলে সাইক্রিয়াটিস্টের পরামর্শ নেওয়া হয়। কিন্তু তাতেও কোন কাজ হয় না। অগত্যা কাজের মেয়ের পরামর্শে একজন গুণিণকে ডেকে আনা হয়। গুণিণ অনেক গণনা করে জানালেন, লিনার ঘুমের জন্য একটা সোনার কাঠি আর একটা রুপার কাঠি লাগবে। হাবিবের মাথায় হাত। সোনার কাঠি কি মুখের কথা! কিন্তু শুভাকাঙ্খিদের চাপে বা পরামর্শে বাধ্য হয়ে হাবিব একটা সোনার কাঠি আর একটা রুপার কাঠি বানিয়ে আনে। গুণিণের দেয়া নিয়মানুযায়ী লিনার শিয়রে সোনার কাঠি আর পৈথানে রুপার কাঠি দেয়া হল। সবাইকে অবাক করে দিয়ে লিনা ঘুমিয়ে পড়লো। এরপরেই কাহিনী মোড় নেয় অন্যদিকে।