বিশেষ নাটক ‘সুপার মুন’

এটিএন বাংলা ডেস্ক:

এটিএন বাংলায় আজ (১৪ এপ্রিল) রাত ৭.৫০ মিনিটে প্রচারিত হবে বিশেষ নাটক ‘সুপার মুন’। দয়াল সাহা’র রচনায় নাটকটি পরিচালনা করেছেন বি ইউ শুভ। অভিনয়ে উর্মিলা, ইরফান সাজ্জাদ, এস এন জনি, হাজী উজ্জ্বল প্রমুখ।
রাফেত সাহেব ঢাকার বিখ্যাত বিজনেস ম্যান। সপ্তাহ খানেক আগেই অসম্ভব সুন্দরী ইরার সাথে তার বিয়ে হয়েছে। সেই সুবাদেই হানিমুনের জন্য রিসোর্টে আসা। তবে আসার পর থেকেই রাফেতের কাছ থেকে একের পর এক সারপ্রাইজ পেয়ে যাচ্ছেন ইরা। এই ধরুন ইরার সাত বছর বয়সের ফোকলা দেতো ছবি অথবা ইরার ছোট্ট বেলার মাটির পুতুল। সুইমিং পুলে ভাসতে থাকা বাক্সে নতুন হীরার আংটি। বলতে গেলে চমকের উপর চমক তবে সব চেয়ে বড় চমক হিসেবে হাজির হয় ড্যাভিড। কবি গোছের মানুষটি পথ হারিয়ে মাঝ রাতে হাজির হয় রাফেতের দরজায়। ইরার প্রচন্ড বারন স্বত্ত্বেও ড্যাভিড স্থান পায় তাদেরই পাশের ঘরে। এরপর সকালের নাস্তা, নির্জন গাছের নীচে অথবা হস্যোজ্জল আড্ডায় ড্যাভিড পুরোটাই মিশে যায় রাফেতের সাথে। ফলে বিরক্ত হয়েই স্বভাব কবির সাথে খারাপ ব্যাবহার করতে থাকেন ইরা। ড্যাভিড সব কিছু মাথা পেতে নিয়েই অযাচিত অতিথির মতো মিলেমিশে থাকতে লাগে। মাঝে মাঝে রাফেতের সাথে ঘনিষ্ট আড্ডায় প্রাগৈতিহাসিক কবিতাও শোনাতে থাকে। ইরা প্রচন্ড বিরক্ত হয়ে মনে মনে জ্বলতে থাকে। অতঃপর আবিষ্ট হয় মহা প্রলয়ের রাত। বিছানার পাশে রাখা গ্লাশ থেকে পানিটা খেয়েই চমকে ওঠেন রাফেত। প্রচন্ড কষ্টে গলা ধরে ছটফট করতে থাকেন তিনি এমন সময় অট্টহাসিতে হাজির হয় ড্যাভিড। এরপরেই শুরু হয় নাটকীয়তা।