বিশেষ নাটক ‘রেশমী’

এটিএন বাংলা ডেস্ক:

এটিএন বাংলায় ঈদের পরদিন রাত ৮.৫০ মিনিটে প্রচারিত হবে বিশেষ নাটক ‘রেশমী’। ইমদাদুল হক মিলনের রচনায় নাটকটি পরিচালনা করেছে চয়নিকা চৌধুরী। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নাঈম, নাদিয়া, মনিরা ইউসুফ মেমী, মেঘলা প্রমুখ।

জ্যাকি বাসায় পা ভেঙ্গে পড়ে আছে। কয়দিন পর তার নতুন জায়গায় জয়েন করার কথা। তেমনি এক সকালে বাসায় আসে গ্রামের মতি মাষ্টারের মেয়ে রেশমি। খুব অল্প সময়ের মধ্যেই রেশমির সাথে সখ্যতা হয় জ্যাকির বড় বোনের। ঘরবন্দী জীবনে রেশমীর সাথে কথা বলে অনেকটা সময় কাটে জ্যাকির। একটু ভালো লাগা তৈরি হয়। রেশমি সব কিছু ভালো লাগে জ্যাকির। এভাবেই মজার মজার ঘটনা মাধ্যমে তাদের ভালোবাসার জন্ম হয়। নিজের ভালোবাসাতে চুড়ান্ত রূপ দিতে বিয়ের সিদ্ধান্ত নেয় জ্যাকি। বিয়ের কথা বলেও ফেলে। কিন্তু তখনই আসল সত্য প্রকাশিত হয়। শুরু হয় নাটকীয়তা।