বিশেষ নাটক ‘ক্যানভাসে ভালবাসা’

এটিএন বাংলা ডেস্ক:

বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে এটিএন বাংলায় আজ (১৪ ফেব্র“য়ারি) রাত ৮টা ৫০মিনিটে প্রচার হবে বিশেষ নাটক ‘ক্যানভাসে ভালবাসা’। সেজান নূর এর রচনায় নাটকটি পরিচালনা করেছেন বি ইউ শুভ। নাটকটির প্রধান চরিত্রে রয়েছেন সারিকা, এ্যালেন শুভ্র, এস এন জনি।
ফারিয়া শিডিউল প্লানিং ছাড়া চলতে পারে না তাই সে প্রতিদিনের শিডিউল ডায়রীতে লিখে রাখে, ফারিয়া অনেক ভদ্র মেয়ে। অন্যদিকে আদনান চঞ্চল প্রকৃতির আর্কিটেক স্টুডেন্ট। হঠাৎ ব্যতিক্রম ভাবে দুজনের পরিচয় ঘটে। আরেকদিকে রাসেল প্রতিষ্ঠিত ব্যবসায়ী। রাসেল ও ফারিয়ার বিয়ের আলোচনা চলছে পারিবারিক ভাবে। দুজন বিয়ের আগেই ভালো বন্ধু হয়েছে। রাসেল ব্যবসায়িক ব্যস্ততার কারণে ফারিয়া কে সময় দিতে পারেনা। এদিকে আদনান ফারিয়ার জন্য হাতে ফ্রি সময় নিয়ে অপেক্ষায় থাকে। এক সময় ফারিয়া ও আদনানের মাঝে বন্ধুত্ব তৈরি হয়। ফারিয়া ডায়রিতে শিডিউল লিখে আদনানের সাথে নানা জায়গায় ঘুড়তে যায়। ঘটনাক্রমে রাসেল ডায়রী দেখে ফেলে এবং সব বুঝতে পারে। রাসেল এদের দুজনের সাথে একটি গেম খেলতে শুরু করে।