
এটিএন বাংলা ডেস্ক:
এটিএন বাংলায় আজ (১৯ নভেম্বর) ১০টা ৫৫ মিনিটে প্রচারিত হবে বিশ্ব টয়লেট দিবস উপলক্ষে বিশেষ নাটক ‘আজিব চাপ’। নাটকটি পরিচালনা করেছেন শাওন রহমান। অভিনয় করেছেন মোশাররফ করিম, মৌটুসী বিশ্বাস, শামীম প্রমুখ।
গ্রাম থেকে ঢাকায় আসে মোশাররফ করিম। ঢাকায় এসেই টয়লেটের আজিব চাপে পড়ে সে। প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য হন্যে হয়ে সে বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করতে থাকে। কিন্তু কোথাও কোন টয়লেট খুজে না পাওয়ার কারণে ধীরে ধীরে তার চাপ বাড়তে থাকে। মরিয়া হয়ে ঘুরতে ঘুরতে দিশেহারা মোশাররফ করিম এক সময় খুজে পায় কাঙ্খিত একটি পাবলিক টয়লেট। সোজা গিয়ে ঢুকে পড়ে সেখানে। চাপ মুক্ত হয়ে বেরিয়ে আসে কিন্তু বিনিময়ে টাকা গুনতে হয় তাকে। একই দিনে আবারও আজিব চাপের সম্মুখীন হয় সে। এবারে একটি মোবাইল টয়লেটের সন্ধান পায় সে। চাপ মুক্ত হয়ে বেরিয়ে আসার পর তার মাথায় নতুন চিন্তার উদ্বেক ঘটে। এক সময় একটি মোবাইল টয়লেট নিয়ে নিজেই ব্যবসায় নেমে পড়ে সে।