বিশেষ টেলিফিল্ম শুভ্রার ওয়ারড্রোব

এটিএন বাংলা ডেস্ক:

প্রচারঃ ঈদের ৬ষ্ঠদিন রাত ১১.৫০ মিনিট
রচনা- শফিকুর রহমান শান্তনু, পরিচালনা- বিইউ শুভ।

এটিএন বাংলায় ঈদের ষষ্ঠদিন, রাত ১১টা ৫০মিনিটে প্রচার হবে টেলিফিল্ম ‘শুভ্রার ওয়ারড্রোব। শফিকুর রহমান শান্তনুর রচনা এবং বিইউ শুভর পরিচালনায় টেলিফিল্মের মূল দুটি চরিত্রে অভিনয় করেছেন ইমন ও নেহা।
স্ত্রী শুভ্রার সঙ্গে রোজ ঝগড়া হয় নীলের। দামি কাপড়চোপড় রাখার মতো একটা ওয়ারড্রোব নেই ঘরে। ট্রাংকে সুটকেসে অতি কষ্টে জিনিসগুলি গুজে গুজে রাখতে হয়। একটা কিছু বার করতে হলে একেবারে লন্ডভন্ড, কুরুক্ষেত্র কান্ড। নীলের ছাপোষা চাকরি। ওয়ারড্রোব বাড়িতে আনার পরে ঘটতে শুরু করে অদ্ভুত কিছু ঘটনা। ওয়ারড্রোবের ভেতরে একজনকে উবু হয়ে বসে থাকতে দেখে শুভ্রা। সে ভয় পেয়ে প্রথমে সেন্সলেস হয়ে যায়। নীল মনে করে, তার অজান্তে চোর বাসায় এসেছিল নাকি? ধীরে ধীরে বেরিয়ে আসে এক গোপন সত্য। বিয়ের আগে একজনের সাথে শুভ্রার তার প্রেম ছিল। একদিন সেই প্রেমিক রানা সবার চোখ ফাকি দিয়ে শুভ্রার ঘরে ঢুকে পড়েছিল। কিন্তু ঘর থেকে আর বেরোতে পারে নি। বাইরে থেকে ঘরে কারো আসার সম্ভাবনা দেখে শুভ্রা রানাকে তার ঘরের আলমারির মধ্যে লুকিয়ে রেখে আলমারি বন্ধ করে চলে গিয়েছিল। পরে যখন তার রানার কথা মনে পড়েছিল ততোক্ষনে অনেকটা সময় পেরিয়ে গেছে। আলমারির মধ্যেই রানা শ^াস বন্ধ হয়ে মরে পড়েছিল। ঘটনা জানাজানির ভয়ে রানার ডেডবডি গোপনে দাফন করা হয়। কিন্তু শুভ্রা এতে কিছুটা অপ্রকৃতিস্থ হয়ে পড়ে। একটু সেরে ওঠার পরে শুভ্রার বিয়ে হয়ে যায় নীলের সাথে। শুভ্রা একরকম ভুলেই ছিল রানার কথা। কিন্তুু একটি আলমারি কিনে আনার ঘটনায় আবার পুরনো ঘটনা মাথা চাড়া দিয়ে ওঠে।