বিশেষ টক শো ‘চেতনায় একুশে’

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এটিএন বাংলায় আজ (২১শে ফেব্র“য়ারি) ০৮ টায় প্রচারিত হবে বিশেষ টক শো ‘চেতনায় একুশে’। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন জাতীয় অধ্যাডপক মুস্তাফা নূর উল ইসলাম। পরিচালনা করেছেন তাশিক আহমেদ। অনুষ্ঠানে আলোচক হিসেবে অংশগ্রহণ করেছেন কামাল লোহানী এবং সৈয়দ মঞ্জুরুল ইসলাম।