
এটিএন বাংলা ডেস্ক:
সুফি মতবাদ সবদেশে সবকালেই কট্টরপন্থীদের কাছ থেকে মানুষকে সহজিয়া পথে নিয়ে যেতে উৎসাহ দিয়েছে। সেই মতবাদের অনুসারীরাই সঙ্গীতে সুফিধারার সৃষ্টি করেছে। প্রতিটি দেশের সংস্কৃতিতেই তাই সুফি গানের দেখা পাওয়া যায়। তবে সেইসব দেশের সংস্কৃতি, সামাজিক বাস্তবতাকে অবলম্বন করে গড়ে উঠে তার সুর, কথা ও আবেগের প্রকাশ। তারা সবাই আধ্যাত্মবাদ বা ভক্তিমূলক গানের চর্চ্চা করেন। এদের মধ্যে অনেকেই দলবেধে পরিবেশন করেনসুফি সঙ্গীত, আবার কেউ বা শোনান একক কন্ঠে। অনেক কবি সাহিত্যিক সুফিবাদের ধারায় প্রভাবিত হয়েছেন।
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টির সঙ্গে সুফি সঙ্গীতের মিশেলে অনবদ্য সঙ্গীত আয়োজন নিয়ে বাংলাদেশে এসেছিলেন কোলকাতা ‘শ্র“তিবৃত্ত’ দল । তাদের পরিবেশনা নিয়ে এটিএন বাংলার বিশেষ আয়োজন “রবি’র আলোয় সুফিয়ানা”। পরিকল্পনা ও আবৃত্তি শুভদীপ চক্রবর্ত্তী এবং সঙ্গীত পরিবেশনা সমবুদ্ধ চট্টপাধ্যায়। সেলিম দৌলা খানের পরিচালনায় অনুষ্ঠানটি এটিএন বাংলায় প্রচার হবে আজ (১৬ জুন), বৃহস্পতিবার রাত ১১টায়।