
এটিএন বাংলা ডেস্ক:
২১ মে বুদ্ধ পূর্ণিমা। এটিএন বাংলায় এ উপলক্ষে ২১ মে বেলা ১টা ১৫মিনিটে প্রচার হবে তথ্যচিত্র ‘আলোর পথের যাত্রী’। অনুষ্ঠানে তুলে ধরা হয়েছে মহামানব গৌতম বুদ্ধের জন্ম, বেড়ে উঠা, বিয়ে, গৃহ ত্যাগ, কিভাবে সিদ্ধার্থ থেকে বুদ্ধত্ব লাভ করেন, কর্মময় জীবন এবং তার দেয়া দীক্ষা ইত্যাদি। মহামানব গৌতম বুদ্ধ আলোর পথের যে দীক্ষা দিয়ে গেলেন- সত্য, ধর্ম, ধৃতি ও ত্যাগের মন্ত্রে, রেখে গেলেন তাঁর বিশ্বজয়ী মৈত্রী, করুণা, মুদিতা উপেক্ষার জাগ্রত বানী এসব বিষয়কে আলোকচিত্র, ভিডিও চিত্র এবং বৌদ্ধ ভিক্ষুদের আলোচনায়। অনুষ্ঠানে নেপালের লুম্বিনী উদ্যান, ভারতের বুদ্ধগয়া এবং কুশিনারা, বাংলাদেশের রামু এবং বাসাবোর বৌদ্ধ বিহারের উপর উপর থাকবে প্রতিবেদন।
মহামানব গৌতম বুদ্ধ শুভ বৈশাখী পূর্নিমায় জন্ম, বুদ্ধত্ব এবং মহাপরিনিব্বার্ণ লাভ করেন এজন্য এই তিনটি ঘটনা শুভ বৈশাখী পূর্ণিমায় সংগঠিত হওয়ায় একে ত্রিস্মৃতি বিজড়িত দিন বলা হয়। এই দিনটি ধ্যান,সাধনা ও প্রর্থণার মধ্যেদিয়ে অতিবাহিত করেন বৌদ্ধধমাল্বীরা। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন আমজাদ কবীর চৌধুরী।