
আইটি ডেস্কঃ
অনলাইনে কাজের বাংলাদেশের প্রথম মার্কেটপ্লেস “বিল্যান্সার ডটকম” এ চলছে সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান “সফটএভার” এর লোগো ডিজাইনিং কন্টেস্ট । কন্টেস্টটিতে ডিজাইনারের পারিশ্রমিক নির্ধারণ করা হয়েছে ১০ হাজার টাকা, ১৮ জুলাই শুরু হওয়া কন্টেস্টটি চলবে আগামী ২৩ জুলাই পর্যন্ত এবং ২৫ জুলাই বিজয়ী নির্ধারণ করা হবে । লোগো ডিজাইন কন্টেস্টটির লিংকঃ http://bit.ly/selogocb