বিপুল বিজয়ে পশ্চিমবঙ্গে আবারও মমতা

এটিএন বাংলা ডেস্ক:

ভারতের পশ্চিমবঙ্গে আবারও ক্ষমতায় আসছেন মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস। পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচনে তৃণমূল কংগ্রেস বিপুল ভোটের ব্যবধানে এগিয়ে আছে।

বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৮ টা থেকে ফলাফল আসা শুরু হয়। হয়েছে। পশ্চিমবঙ্গের ২৯৪ টি আসনের মধ্যে ২১৩ টিতেই এগিয়ে আছে বর্তমান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দল তৃণমূল কংগ্রেস।

৭৩ টি আসনে এগিয়ে থেকে  দ্বিতীয় অবস্থানে আছে বামপন্থি সিপিএম ও জাতীয় কংগ্রেস জোট। আর ভরাডুবি হতে চলেছে বিজিপির। তারা মাত্র ৪ টি আসনে এগিয়ে রয়েছে। আর অন্যরা এগিয়ে বাকী ৪ টি আসনে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মমতাকে অভিনন্দন জানিয়েছেন।  গত ৪ এপ্রিল থেকে শুরু হওয়া পশ্চিমবঙ্গের ছয় দফার নির্বাচন শেষ হয় ৫ মে।