বিপিএলের ফাইনালে সন্ধ্যায় মুখোমুখি কুমিল্লা-বরিশাল

নিজস্ব প্রতিবেদক :

বিআরবি বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএল এর তৃতীয় আসরের উত্তেজনা ফুরাচ্ছে মঙ্গলবার।

সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হচ্ছে মাশরাফি বিন মুর্তজার কুমিল্লা ভিকটোরিয়ান্স এবং মাহমুদুল্লাহ রিয়াদের বরিশাল বুলস।

কে হবে চ্যাম্পিয়ন, তা নিয়ে আলোচনা রয়েছে সোমবার থেকেই। এবারের আসরের পারফরম্যান্স বিবেচনায় এগিয়ে আছে কুমিল্লা। গ্রুপ পর্বের দুবারের সাক্ষাতে দুবারই তারা হারিয়ে দিয়েছে বরিশালকে।

কুমিল্লার বিপক্ষে বরিশালের আহামরি পারফরম্যান্সও ছিল না। কিন্তু একে তো গৌরবময় অনিশ্চয়তার খেলা ক্রিকেট, তার ওপর টি-টোয়েন্টি। ফলে ম্যাচ শেষ হওয়ার আগে বলা কঠিন, কে জিতবে।

অবশ্য শেষ ম্যাচে বরিশালের খেলা দেখে অনেকেই হয়তো তাদের ফেভারিট ভাবতে পারেন। ক্রিস গেই চলে গেলেও, ওই ম্যাচে সাব্বির রহমানকে ব্যাট হাতে যে রুদ্রমূর্তিতে দেখা গেছে, আজও তা অব্যাহত থাকলে, কুমিল্লার জন্য বিপদ হতে পারে।