বিনিয়োগে সৌদি ব্যবসায়ীদের আহ্বান প্রধানমন্ত্রীর

সৌদি আরবের ব্যবসায়ী ও উদ্যোক্তদের বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসার অংশীদার হওয়ার আহবান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী রোববার সকালে জেদ্দা চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্টির নেতাদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে এ আহ্বান জানান। এর আগে শনিবার সন্ধ্যায় রয়্যাল কনফারেন্স প্যালেসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন ওআইসি মহাসচিব আইয়াদ বিন আমিন মাদানী।
ওআইসি মহাসচিব এনজিও, নারীর ক্ষমতায়ন এবং সামষ্টিক অর্থনীতিতে বাংলাদেশের অভূতপূর্ব সাফল্যের চিত্র বিশ্বের অন্যান্য মুসলিম দেশের কাছে তুলে ধরতে বাংলাদেশের সহযোগিতা চান।

একই দিন সন্ধ্যায় ইসলামী উন্নয়ন ব্যাংক, আইডিবির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ড. আহমেদ তিকতিক রয়েল কনফারেন্স প্যালেসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে আসেন।

এ সময় প্রধানমন্ত্রী আইডিবির সুদের হার কমিয়ে প্রতিযোগিতামূলক করার অনুরোধ জানান। রিয়াদে বাংলাদেশের দূতাবাস ভবন ও রাষ্ট্রদূতের বাসভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার বিকেলে জেদ্দার আল আন্দালুস আল সালাম প্রাসাদে সৌদি বাদশাহর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন প্রধানমন্ত্রী। মঙ্গলবার সকালে মদীনা থেকে রওনা হয়ে সন্ধ্যায় ঢাকা পৌঁছনোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর।