
ডেল্টা প্ল্যান ২১০০ বাস্তবায়নের পাশাপাশি দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ জোরদার করতে আরো ঘনিষ্ঠভাবে কাজ করতে একমত হয়েছে বাংলাদেশ ও নেদারল্যান্ডস।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুটের মধ্যে বুধবার রাতে ডাচ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে অনুষ্ঠিত বৈঠকে এই ঐকমত্য প্রতিষ্ঠিত হয়।
বৈঠক শেষে এক যৌথ ইশতেহারে বলা হয় দুই প্রধানমন্ত্রী বাণিজ্য ও বিনিয়োগ, বেসরকারি খাতের উন্নয়ন, কৃষি, বন্দর উন্নয়ন এবং আইনের শাসনসহ পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক ও বৈশ্বিক বিষয়ে আলোচনা করেছেন।
বিবৃতিতে বলা হয়, দুই প্রধানমন্ত্রী ডেল্টা কোয়ালিশন কাঠামো কর্মসূচির মধ্যে সারা বিশ্বের ঘনবসতিপূর্ণ বদ্বীপ অঞ্চলগুলোকে নিরাপদ ও অর্থনৈতিকভাবে টেকসই করতে একসাথে কাজ করতে একমত হয়েছেন ।
বাংলাদেশের প্রধানমন্ত্রী বদ্বীপ ব্যবস্থাপনায় নেদারল্যান্ডের দক্ষতার ভূয়সী প্রশংসা করেন এবং ডেল্টা প্লান ২১০০ প্রণয়নণে সহযোগিতার জন্য ডাচ প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।
ডাচ প্রধানমন্ত্রী ডেল্টাকে নিরাপদ ও জনগণের জন্য সুফলদায়ক করতে বাংলাদেশ ডেল্টা প্ল্যান ২১০০ বাস্তবায়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।