বিতর্কিত অঞ্চল নিয়ে যুদ্ধের মুখোমুখি আর্মেনিয়া ও আজারবাইজান। দু’পইে বেশ হতাহতের ঘটনা ঘটেছে। সীমান্ত এলাকায় আজারবাইজানের বিমান ও ট্যাংক হামলার পর মার্শাল ল’ জারি করেছে আর্মেনিয়া। ব্যাপকভাবে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে দেশটির সেনাবাহিনী। অন্যদিকে, আর্মেনিয়ার বিরুদ্ধে সীমান্তের ফ্রন্ট লাইনে গোলা নিেেপর অভিযোগ করেছে আজারবাইজান। এ অবস্থায় আঞ্চলিক শান্তির জন্য আর্মেনিয়াকে সবচেয়ে বড় হুমকি বলে আখ্যা দিয়েছে তুরস্ক। আজারবাইজানের প্রতি পূর্ণ সমর্থন দেয়ার ঘোষণা দিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। তবে অবিলম্বে অস্ত্রবিরতি ও আলোচনার মাধ্যমে আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার আহবান জানিয়েছে রাশিয়া। ১৯৯১ সালের আগে আর্মেনিয়া ও আজারবাইজান, দুই দেশই সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভূক্ত ছিল। বিগত চার দশক ধরে অমীমাংসিতই রয়ে গেছে তাদের মধ্যকার নাগর্নো-কারাবাখ অঞ্চল।