বিকালে কম্বোডিয়ার ক্লাবের মুখোমুখি হবে বাংলাদেশ

বিকালে কম্বোডিয়ার ক্লাবের মুখোমুখি হবে বাংলাদেশ
ভারতে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ সামনে রেখে কম্বোডিয়ার বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। নমপেনে বুধবার ম্যাচটি খেলার আগে আজ সোমবার (১২ জুন) স্থানীয় ক্লাব টিফি আর্মি এফসির বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে জামাল ভুঁইয়ারা। ম্যাচটি শুরু হবে বিকাল চারটায়।

কম্বোডিয়ার রাজধানী নমপেনে শনিবার রাতে পৌঁছায় বাংলাদেশ দল। গতকাল বিকালে অনুশীলন করে আজ প্রস্তুতি ম্যাচ খেলতে মাঠে নামছে কোচ হাভিয়ের ক্যাবরেরার শিষ্যরা। প্রতিপক্ষ টিফি আর্মি কম্বোডিয়ার প্রিমিয়ার লিগে খেলে। তিনবারের রানার্সআপ দলটির লিগ জেতার রেকর্ড নেই। দলটিতে দু’জন বিদেশী খেলোয়াড়ও রয়েছে। বাংলাদেশের কোচের দৃষ্টি ভারতের ব্যাঙ্গুলুরুর দিকে। সেখানে ২১ জুন মাঠে গড়াবে ২০২৩ সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল।

আট দলের লড়াইয়ে বাংলাদেশ ‘বি’ গ্রুপে লেবানন, মালদ্বীপ ও ভুটানের বিপক্ষে খেলবে। ‘এ’ গ্রুপে স্বাগতিক ভারতের সঙ্গে লড়বে কুয়েত, নেপাল ও পাকিস্তান।

সাফের আত্মবিশ্বাস বাড়াতে প্রস্তুতি ম্যাচসহ কম্বোডিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ জয়ের বিকল্প নেই। দলও জয়ের মানসিকতা নিয়ে সাফে যেতে প্রস্তুত। জানিয়েছেন, কোচ ক্যাবরেরা ও অধিনায়ক জামাল ভুঁইয়া।