
নিজস্ব প্রতিবেদক:
সরকার উৎখাতে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে ‘ষড়যন্ত্রে’ জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী ৭ দিনের রিমান্ডে।
সোমবার ঢাকা মহানগর হাকিম মো. সারাফুজ্জামান আনসারী এ আবেদন মঞ্জুর করেন। এর আগে তাকে আদালতে হাজির করে ৫৪ ধারায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার দেখিয়ে দশ দিনের রিমান্ড চাওয়া হয় ।
এর আগে ডিবি’র যুগ্ম কমিশনার আব্দুল বাতেন সাংবাদিকদের জানান, আসলাম চৌধুরী রাষ্ট্রের বিরুদ্ধে চক্রান্ত করেছেন, এমন দালিলিক প্রমাণ তারা পেয়েছেন।
আপাতত তাকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হয়েছে। পরে তার বিরুদ্ধে প্রযোজ্য আইন ও নির্দিষ্ট ধারায় মামলা করা হবে বলেও জানিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ।