
নিজস্ব প্রতিবেদক:
দেশকে অস্থিতিশীল করতেই বিএনপি জামায়াত দেশে গুপ্ত হত্যা চালাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার জাপানের ইম্পেরিয়াল হোটেলে সেখানকার প্রবাসী বাংলাদেশিদের অভ্যর্থনা অনুষ্ঠানে তিনি আরও বলেন, বাংলার মাটিতেই এসব গুপ্ত হত্যাকারীদের বিচার হবে। বাংলাদেশকে যারা অস্থিতিশীল করতে চায় তাদের সম্পর্কে সচেতন থাকতে প্রবাসীদের প্রতি আহ্বান ও জানিয়েছন তিনি।
বিদেশের মাটিতে বাংলাদেশিদের ভাবমূর্তি ধরে রাখতে প্রবাসীদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। এসময় ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ হিসেবে গড়ে তোলার অঙ্গীকারও করেন তিনি।