
নিজস্ব প্রতিবেদক :
সরকারকে ‘গণবিচ্ছিন্ন’ উল্লেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এ সরকারকে উৎখাতে বিএনপির কোন ষড়যন্ত্রের প্রয়োজন নেই তাদের উৎখাতে নির্বাচনই যথেষ্ট।
মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ডাকা সংবাদ সম্মেলনে দেশী-বিদেশী মহলে বিএনপি ষড়যন্ত্র করছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এমন অভিযোগকে ‘মিথ্যা, অসত্য ও বানোয়াট’ বলে উল্লেখ করেন রিজভী।
বিভিন্ন সময় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামীদের সাজা মওকুফ প্রসঙ্গ টেনেও সরকার এবং রাষ্ট্রপতির সমালোচনা করেন তিনি।