‘বিএনপির জাতীয় কাউন্সিল ১৯ মার্চ’

আগামী ১৯ মার্চ বিএনপির জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবেই বলে জানিয়েছেন দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী আরও বলেন, কাউন্সিল অনুষ্ঠানের জন্য সম্ভাব্য তিনটি স্থানের নাম দিয়ে গণপূর্ত কর্তৃপক্ষ ও পুলিশের অনুমতি চাওয়া হয়েছে।

এর মধ্যে সোহরাওয়ার্দী উদ্যানের জন্য গণপূর্ত কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি পাওয়া গেছে।  তবে ডিএমপি থেকে এখনো অনুমতি পাওয়া যায়নি।

কাউন্সিলকে সফল করতে সারা দেশের দলীয় নেতা-কর্মীদের কাছে চিঠি পাঠানো হয়েছে বলেও জানান রুহুল কবির রিজভী।