
সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরা-যশোর মহাসড়কের ছয়ঘরিয়ায় স্থানে বাসের চাকায় পিষ্ট হয়ে মা-মেয়ের মৃত্যু হয়েছে।
সাতক্ষীরা সদর থানার ওসি ইমদাদুল হক শেখ জানান, ঢাকা থেকে ছেড়ে যাওয়া সাতক্ষীরাগামী এ. কে. ট্রাভেলসের একটি বাস সোমবার সকাল ৮টার দিকে ছয়ঘরিয়ায় পৌঁছে। চলমান বাসটি যাত্রীবাহী একটি নছিমনকে ধাক্কা দিলে, মা সাহিদা খাতুন (৪০) ও তার মেয়ে সালমা (১৭) রাস্তায় ছিটকে পড়েন। এ সময় বাসটি তাদের ওপর দিয়ে চলে যায়।
এতে ঘটনাস্থলেই মা-মেয়ের মৃত্যু হয়। আহত হয় তিনজন। আহতরা হলেন রনি ইসলাম, আমেনা খাতুন ও ফাতেমা খাতুন। নিহত সাহিদা খাতুন সাতক্ষীরা সদর উপজেলার চুপড়িয়া গ্রামের আব্দুর রউফের স্ত্রী, সালমা খাতুন তাদের মেয়ে। নিহতদের মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আহতরা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে।