
এটিএন বাংলা ডেস্ক: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে বার্সেলোনার সামনে পরতে হচ্ছে ইংলিশ জায়ান্ট আর্সেনাল। আর জুভেন্টাসে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখকে। আর চেলসিকে খেলতে হবে ইব্রাহোমোভিচের পিএসজির বিরুদ্ধে।
তবে সহজ প্রতিপক্ষ পেয়েছে রিয়াল মাদ্রিদ। ইতালির দল রোমার বিপক্ষে খেলবে প্রতিযোগিতার রেকর্ড দশবারের চ্যাম্পিয়ন রিয়াল।
অন্যদিকে নেদারল্যান্ডসের ক্লাব পিএসভির বিরুদ্ধে লড়বে স্প্যানিশ ক্লান অ্যাথলেকিটো মাদ্রিদ। তবে ড্রতে সব থেকে খুশি ইংলিশ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। শেষ শোলতে তাদের প্রতিপক্ষ ইউক্রেইনের ক্লাব দিনামো। আর রাশিয়ান ক্লাব জেনিথের প্রতিপক্ষ পর্তুগালের বেনফিকা।
সোমবার সুইজারল্যান্ডের নিওঁতে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে ওঠা দলগুলোর কে কার বিপক্ষে খেলবে তা লটারির মাধ্যমে নির্ধারিত হয়।