বাবুল আক্তার কোনও নজরদারিতে নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক :

বাবুল আক্তার কোনও নজরদারিতে নেই এবং মিতু হত্যায় তাকে সন্দেহও করছে না পুলিশ, এমনই জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

রাজধানীর ওসমানী মিলনায়তনে মাদকবিরোধী দিবসের আলোচনা অনুষ্ঠান শেষে,  স্ত্রী হত্যার বিষয়ে এসপি বাবুল আক্তারকে জিজ্ঞাসাবাদের ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

মন্ত্রী বলেন, বাবুল আক্তারকে দায়ী করা কিংবা বাবুল আক্তার জড়িত কি না, সে প্রসঙ্গ এখনো আসেনি।

স্বরাষ্ট্রমন্ত্রী এসময় আরও বলেন, যারা বাবুল আক্তারের স্ত্রীকে হত্যা করেছে বাবুলকে তাদের মুখোমুখি করা হয়েছিল। তিনি এদের চেনেন কি না বা হত্যার রহস্য কী, তা উদ্‌ঘাটনেই এই জিজ্ঞাসাবাদ করা হয়েছিল।