বাকিংহাম প্যালেস থেকে রাজসিক শোভাযাত্রা শুরু

বাকিংহাম প্যালেস থেকে রাজসিক শোভাযাত্রা শুরু

যুক্তরাজ্যের নতুন রাজা হিসেবে শনিবার অভিষেক হতে যাচ্ছে তৃতীয় চার্লসের। নানা রাজকীয় আয়োজনের মধ্যে দিয়ে চলছে এ অনুষ্ঠান।

আজ বাংলাদেশ সময় ৩টা ৩০ মিনিটের দিকে বাকিংহাম প্যালেস থেকে রাজসিক শোভাযাত্রা শুরু হয়েছে।

তৃতীয় চার্লসের আগে ব্রিটেনে কোনো রাজা বা রানির রাজ্যাভিষেক হয়েছিল ১৯৫৩ সালে। অর্থাৎ ৭০ বছর আগে। দীর্ঘ সাত দশক পর আবারও ব্রিটেন ও বিশ্ববাসী ইতিহাসের সাক্ষী হচ্ছেন।

ইতিহাসের সাক্ষী হতে ও রাজাকে এক নজর দেখতে রাস্তার দুই পাশে জড়ো হয়েছেন হাজার হাজার মানুষ। তারা হাত নেড়ে রাজাকে অভিবাদন জানাচ্ছেন।