বাইরে থেকে নির্বাচন বানচালের চেষ্টা হলে বাংলাদেশও স্যাংশন দেবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘কোনো ব্যক্তি বা গোষ্ঠী যদি বাংলাদেশের বাইরে থেকে নির্বাচন বানচালের চেষ্টা করে, সেক্ষেত্রে এ দেশের জনগণ ওই ব্যক্তি বা গোষ্ঠীকে স্যাংশন (নিষেধাজ্ঞা) দেবে।’

শুক্রবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে ‘মিট দ্যা প্রেস’ অনুষ্ঠানে এ কথা বলেন সরকারপ্রধান।

শুক্রবার প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে বাংলায় ভাষণ দেন। এদিনই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনে বাধা প্রদানকারী হিসেবে চিহ্নিত করে সরকারি দল, বিরোধী রাজনৈতিক দলের নেতা, আমলা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও বিচারকসহ সাত শ্রেণির লোকের ওপর ভিসানীতি কার্যকর করার ঘোষণা দেয়।

যুক্তরাষ্ট্রের নতুন ভিসানীতি কার্যকরের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘কেউ যদি দেশের বাইরে থেকে নির্বাচনে বাধা দেওয়ার বা বানচাল‌ করার চেষ্টা করে, তাহলে দেশের জনগণ তাদের স্যাংশন দেবে।’

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, ‘আমি কারো শক্তিতে বিশ্বাস করে ক্ষমতায় আসিনি। আমি ক্ষমতায় এসেছি, জনগণের শক্তিতে ও জনগণের ভোটে। আমি কাজ করছি জনগণের কল্যাণে। কাজেই, কে স্যাংশন দিলো, কে স্যাংশন দিলো না, সেটা নিয়ে আমরা চিন্তিত নই।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘যদি তারা শুধু আওয়ামী লীগকে টার্গেট করে থাকে, তাহলে আমার কিছু বলার নেই। তবে মনে রাখতে হবে, আমি কিন্তু কারো শক্তিতে ক্ষমতায় আসিনি। আমি ক্ষমতায় এসেছি জনগণের শক্তিতে।’

শেখ হাসিনা বলেন, ‘আওয়ামী লীগ মানুষের ভোটের অধিকার নিশ্চিত করেছে। বাংলাদেশের জনগণ তাদের ভোটের অধিকারের বিষয়ে যথেষ্ট সচেতন, আর সেই সচেতনতা সৃষ্টি করেছি আমরা। আমাদের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে বহু নেতাকর্মীর রক্তের মধ্য দিয়ে আমরা এই নির্বাচনি প্রক্রিয়াটাকে সুষ্ঠুভাবে নিয়ে এসেছি।’