বাংলা নববর্ষের প্রথম প্রহরের সরাসরি অনুষ্ঠান ‘ভার্জিন আলোকিত বৈশাখ’

বাংলা নববর্ষ ১৪২৩ এর আগমন উপলক্ষে এটিএন বাংলায় ১লা বৈশাখ ভোর থেকেই শুরু হবে বর্ষবরণের অনুষ্ঠান ‘ভার্জিন আলোকিত বৈশাখ’, পাওয়ার্ড বাই কোকোমো। এটিএন বাংলা ও ধানমন্ডি ক্লাবের আয়োজনে ধানমন্ডির রবীন্দ্র সরোবরে অনুষ্ঠিত হবে অনুষ্ঠানটি। চলবে ভোর ৬.৩০টা থেকে সকাল ১০টা পর্যন্ত। অনুষ্ঠানে দেশের খ্যতনামা শিল্পীবৃন্দ অংশগ্রহণ করবেন। অনুষ্ঠানে থাকবে আধুনিক গান, লোক সঙ্গীত, রবীন্দ্র সংগীত, নজরুল সঙ্গীত, নৃত্য, লোকনৃত্য ইত্যাদি পরিবেশনা। শিল্পী রফিকুল আলম, বাউল শফি মন্ডল, অদিতি মোহসিন, অণিমা রায়, ফাহিম হোসেন চৌধুরী, ইয়াসমিন মুশতারী, ফাতেমা তুজ জোহরা, ফেরদৌস আরা ও তার দল, সালাউদ্দিন আহমেদ, প্রিয়াংকা গোপ, ফকির শাহাবুদ্দিন, সাগর বাউল, ওমর আলী, সুমি শবনম, লুইপা, সুলতানা জামান জ্যোৎ¯œা। নৃত্য পরিবেশন করবে বুলবুল ললিতকলা একাডেমী।
খন্দকার ইসমাইলের উপস্থাপনা এবং জিললুর রহমান, সেলিম দৌলা খান ও রুমানা আফরোজ এর যৌথ প্রযোজনায় ‘ভার্জিন আলোকিত বৈশাখ’ এটিএন বাংলায় সরাসরি সম্প্রচার করা হবে ভোর ৬টা থেকে।