বাংলা নববর্ষের প্রথম প্রহরের সরাসরি অনুষ্ঠান ‘বর্ষবরণ ১৪২৪’

এটিএন বাংলা ডেস্ক:

বাংলা নববর্ষ ১৪২৪ এর আগমন উপলক্ষে এটিএন বাংলায় ১লা বৈশাখ ভোর থেকেই শুরু হবে বর্ষবরণের অনুষ্ঠান সেভেন রিংস সিমেন্ট ‘বর্ষবরণ ১৪২৪’, পাওয়ার্ড বাই আইএফএইসি ব্যাংক। এটিএন বাংলা ও ধানমন্ডি ক্লাবের আয়োজনে ধানমন্ডির রবীন্দ্র সরোবরে অনুষ্ঠিত হবে অনুষ্ঠানটি। ভোর ৬.৩০টা থেকে অনুষ্ঠানটি চলবে সকাল ১১টা পর্যন্ত। অনুষ্ঠানে দেশের খ্যতনামা শিল্পীবৃন্দ অংশগ্রহণ করবেন। অনুষ্ঠানে থাকবে আধুনিক গান, লোক সঙ্গীত, রবীন্দ্র সংগীত, নজরুল সঙ্গীত, নৃত্য, লোকনৃত্য ইত্যাদি পরিবেশনা। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন ফাহিম হোসেন চৌধুরী, ইয়াসমিন মুশতারী, ফেরদৌস আরা ও তার দল, প্রিয়াংকা গোপ, অণিমা রায়, শফি মন্ডল, পকির শাহাবুদ্দিন, সাগর বাউল, দিনাত জাহান মুন্নি, মৌটুসী, ঐশি, শিল্পী বিশ্বাস, চুমকী, নির্ঝর, আপ্তাব মিয়া, জহির জাবরুল, মায়ে ওয়াতানাবে ও নকশী। নৃত্য পরিবেশন করবে বাংলাদেশ একাডেমী অব ফাইন আর্টস (বাফা) এর শিল্পীবৃন্দ। খন্দকার ইসমাইল ও মাবণ্য তৌহিদা এর উপস্থাপনা এবং জিললুর রহমান ও সেলিম দৌলা খান এর যৌথ প্রযোজনায় ‘বর্ষবরণ ১৪২৪, এটিএন বাংলায় সরাসরি সম্প্রচার করা হবে ভোর ৬.৩০ মিনিট থেকে।