
নিজস্ব প্রতিবেদক:
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, বিশ্ব দরবারে বাংলাদেশ শান্তি ও সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত।
আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে রোববার বঙ্গবন্ধু আন্তর্জাতি সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, জাতিসংঘ শান্তি মিশনে কাজ করে দেশ বিদেশে আস্থা অর্জন করেছে বাংলাদেশ।
বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘের অধীনে ভবিষ্যতেও বাংলাদেশ সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে। তিনি বলেন, মিশনে আমাদের গৌরবময় অংশগ্রহণ এ দেশকে বিশ্ব দরবারে মর্যাদার আসন দিয়েছে।
বিশ্বশান্তি রক্ষার দায়িত্ব পালন করতে গিয়ে যে সকল শান্তিরক্ষী সদস্য জীবন উৎসর্গ করেছেন, রাষ্ট্রপতি তাদের গভীর শ্রদ্ধায় স্মরণ করেন।