বাংলাদেশ বিমান বাহিনী আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান ‘লাল সবুজের পতাকা’

এটিএন বাংলা ডেস্ক:

বাংলাদেশ বিমান বাহিনীর ঘাঁটি বাশার ও এটিএন ইভেন্টস এর যৌথ আয়োজনে ১৮ই মার্চ অনুষ্ঠিত হয় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান ‘লাল সবুজের পতাকা’। বাশার ঘাঁটি’র সৌদি কলোনী মাঠে অনুষ্ঠিত এ আয়োজনে সঙ্গীত পরিবেশন করেন বাপ্পা মজুমদার, পিন্টু ঘোষ, রাজিব ও ঐশি। অনুষ্ঠানে আরো ছিল যাত্রাপালা এবং মডেল ও অভিনেত্রী সারিকার নৃত্য পরিবেশনা। যাত্রাপালায় অংশগ্রহন করেন এটিএন বাংলার নিজস্ব শিল্পী জামিল, ইমন, শাকিব ও সুবর্ণা। খন্দকার ইসমাইল ও পৃথার উপস্থাপনায় অনুষ্ঠানটি পরিচালনা করেছেন মুকাদ্দেম বাবু ও কুইন রহমান। অনুষ্ঠানটি এটিএন বাংলায় প্রচার হবে আজ (৩১ মার্চ) রাত ৮টা ৪০মিনিটে।