
বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি, গণমাধ্যম ও ইন্টারনেট স্বাধীনতা নিশ্চিতেরও মত প্রকাশের স্বাধীনতা নিয়ে ইউরোপিয় পার্লামেন্টে আলোচনা হয়েছে।
বাংলাদেশ সময় বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪ টার দিকে ফ্রান্সের স্ট্রাসবার্গে মানবাধিকার, গণতন্ত্র এবং আইনের শাসন এজেন্ডা নিয়ে ইউরোপীয় পার্লামেন্টের সদস্যরা আলোচনা করেন।
পার্লামেন্ট সদস্যদের আলোচনায় ২০১৪ সালের সাধারণ নির্বাচন, ব্লগার, প্রকাশক, বিদেশি নাগরিক হত্যা এবং সংখ্যালঘু শিয়া মুসলমান, হিন্দু-খ্রিস্টানদের ওপর হামলা নিয়ে আলোচনায় প্রাধান্য পায়।
এমনকি শিশু রাজন ও রাকিব হত্যাকাণ্ডের বিষয়টিও উঠে আসে। এসময় বিদেশি নাগরিকসহ বিভিন্ন হত্যাকাণ্ডের জন্য গভীর সমবেদনা জানানো হয়।
পার্লামেন্ট সদস্যরা জননিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি ব্লগারদের নিরাপত্তা দেয়ার জন্যও বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান।