
চট্টগ্রাম প্রতিনিধি :
চট্টগ্রামের বাঁশখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা জাহিদুল ইসলামকে পিটিয়ে আহত করার ঘটনায় আওয়ামী লীগের সাংসদ মোস্তাফিজুর রহমানসহ ৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
শুক্রবার দুপুরে বাঁশখালী থানায় নির্বাচন কমিশনের পক্ষে এই মামলা দায়ের করেন ঘটনার শিকার নির্বাচন কর্মকর্তা জাহিদুল ইসলাম। মামলার অন্য আসামিরা হচ্ছেন সাংসদের ব্যক্তিগত সহকারী তাজুল ইসলাম ও বাঁশখালী ওলামা লীগের সভাপতি মাওলানা আক্তার।
গত বুধবার দুপুরে উপজেলা নির্বাচন অফিসে সাংসদ মোস্তাফিজ ও তার অনুসারীরা উপজেলা নির্বাচন কর্মকর্তা জাহিদুলকে শারীরিকভাবে লাঞ্ছিত ও মারধর করে। পরে এ ঘটনার বাঁশখালী উপজেলার সব ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন।
এদিকে সকালে সংবাদ সম্মেলন করে সাংসদ মোস্তাফিজুর রহমানকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে বিএনপি।