বাঁচা-মরার লড়াইয়ে একাদশে দুই পরিবর্তন

বাঁচা-মরার লড়াইয়ে একাদশে দুই পরিবর্তন

বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপে আজ বাংলাদেশের গ্রুপপর্বের দ্বিতীয় ম্যাচ। এই ম্যাচে মালদ্বীপের বিপক্ষে পয়েন্ট না পেলে টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়ার উপক্রম হবে বাংলাদেশের। এমন বাঁচা-মরার লড়াইয়ে কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা আগের ম্যাচের একাদশ থেকে দু’টি পরিবর্তন করেছেন। 

বাংলাদেশ সাফে সুমন রেজাকে মূল ফরোয়ার্ড ধরে গিয়েছিল। সাফের দ্বিতীয় ম্যাচে তাকে বাইরে রেখে একাদশ দিয়েছেন কোচ হ্যাভিয়ের। গত ম্যাচে বদলি হিসেবে খেলা রাকিব হোসেনকে আজ প্রথম একাদশে সুযোগ দিয়েছেন।

গত ম্যাচে বদলি হিসেবে নেমে দারুণ পারফরম্যান্স করেছিলেন মোঃ হৃদয়। সেই হৃদয়কে আজ শুরুতেই রেখেছেন স্প্যানিশ কোচ। হৃদয়ের জন্য একাদশের জায়গা ছেড়ে দিতে হয়েছে কম্বোডিয়ায় একমাত্র গোল করে দলকে জেতানো মজিবুর রহমান জনিকে।

লেবাননের বিপক্ষে গোলের দারুণ সুযোগ সৃষ্টি করলেও কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। গোলের নেশায় রক্ষণ অরক্ষিত করে ফেলার মাশুল দিয়ে ম্যাচ হারতে হয়েছে। মালদ্বীপ ম্যাচের আগে বাংলাদেশ কোচ হাভিয়ের ক্যাবরেরা সুনির্দিষ্ট পরিকল্পনা ও গোলের কথা বললেন, ‘আমরা নিজেদের ম্যাচ পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করব। এ জন্য নিজেদের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। বিশ্বাস করি যে, সুযোগ কাজে লাগিয়ে গোল করতে পারব, ম্যাচ জিততে পারব।’ এ পর্যন্ত ১৫ বার মুখোমুখি হয়েছে মালদ্বীপ ও বাংলাদেশ। ছয়টি করে ম্যাচে জিতেছে দু’দলই। ড্র হয়েছে বাকি তিনটি। অন্যদিকে র‌্যাংকিংয়ের দিকে তাকালে এগিয়ে দ্বীপদেশটিই। মালদ্বীপ ১৫৪ এবং বাংলাদেশ ১৯২। বাংলাদেশের অধিকাংশ জয় দুই দলের লড়াইয়ের শুরুর দিকে। শেষ দিকের ম্যাচগুলোতে মালদ্বীপের পরিষ্কার আধিপত্য ছিল।

১৯৮৪ ও ’৮৫ সালে তিনবারের মোকাবিলায় বাংলাদেশ সব ম্যাচ জিতেছে। তার পর থেকে ক্রমেই আধিপত্য কমেছে বাংলাদেশের। ২০১১ সালের পর খেলা ছয় ম্যাচের মাত্র একটি হেরেছে মালদ্বীপ; বাকি পাঁচটিতে জয়। দ্বীপদেশটিকে বাংলাদেশ সর্বশেষ হারিয়েছে ২০২১ সালের নভেম্বরে, শ্রীলংকায় চার জাতির আসরে। সে হিসেবে আজ বাংলাদেশ আন্ডারডগ হিসেবেই খেলতে নামবে।

বাংলাদেশ একাদশ : আনিসুর রহমান জিকো (গোলরক্ষক), তপু বর্মণ, বিশ্বনাথ ঘোষ, তারিক কাজী, ফয়সাল আহমেদ ফাহিম, রিদয়, জামাল ভূঁইয়া, সোহেল রানা, ইশা ফয়সাল, সোহেল রানা ও রাকিব হোসেন।