
বগুড়া প্রতিনিধি:
বগুড়ার শেরপুর উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কে যাত্রীবাহী বাস ও পাথরবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৮ জন।
শুক্রবার ভোর সোয়া ৬টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের ধনকুন্ডিতে অবস্থিত একটি হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, ঢাকামুখী একটি পাথরবোঝাই ট্রাক এই স্থানে পৌঁছালে দিনাজপুরমুখী একটি যাত্রীবাহী বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসের ৮ যাত্রী নিহত হন।
আহতদের উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুই জনের মৃত্যু হয়েছে।
এখনও হতাহতদের কারো নাম পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার কারণে প্রায় ১ ঘণ্টা মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।